can't preview the image.

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠিত। আহবায়ক রেজভী হাসান, সদস্য সচিব মোঃ মেহেদি হাসান

 

গত ১২ রম বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা গড়তে আগ্রহীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজভী হাসান।  সভায় কেন্দ্রীয়  সভাপতি মিয়া মনসফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মেলার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, ঢাকা মহানগর সভাপতি রহমত উল্লাহ সবুজ, ঢাকা জেলার সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়নগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইডেন কলেজের সভাপতি অনুপা তালুকদার ।

সভায় সর্ব সম্মতিক্রমে রেজভী হাসানকে আহবায়ক ও মোঃ মেহেদি হাসানকে সদস্য সচিব করে ১৩সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- যুগ্ম আহবায়ক- নাহিদুল ইসলাম, জাহিদ হাসান। সদস্য- সাআদ ইসলাম শাকীব, শায়খুল ইসলাম, মোঃ তাওহীদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন রাফি, আবু সাঈদ, মোঃ মাহাবুবুর রহমান সবুজ, আবদুল্লাহ্ ইবনে হানিফ আরিয়ান, আল মেহরাজ শারীয়ার মিথুন, মোঃ বেলাল হোসেন।

সভায় হল কমিটি গঠনসহ , ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে এমন সিদ্ধান্তই জানিয়েছেন নবগঠিত বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *