can't preview the image.

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই আগামী ২৮ সেপ্টেম্বর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে ৩০তম জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন আগামী ২৮ সেপ্টেম্বর ফার্মগেটস্থ তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হবে। 
সকাল ৯টা থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় দুই সহস্রাধিক প্রতিযোগী অংশ নেবে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। 
সারাদেশে গত ১৭ ই মার্চ থেকে জেলায় জেলায়  বাছাই পর্ব শুরু হয়। চলতি মাসের ২৮ তারিখের মধ্যে বাকী জেলাগুলোর বাছাই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা শেষ হচ্ছে।