can't preview the image.

সারাদেশে বঙ্গবন্ধুর জন্মদিনে ৩১তম জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ৩১তম জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ সারাদেশের মেলার শাখাসমূহ দিবসটি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর, ঢাকা জেলা ও ইডেন কলেজ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  এছাড়া সারাদেশে মেলার সকল শাখায় দিনব্যাপী কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবটি পালন করে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথম জাতীয় শিশু দিবস পালন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। ১৯৯৪ সালে বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথম জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথম জাতীয় শিশু দিবস উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। জাতীয় শিশু দিবসের প্রস্তাবক শিক্ষাবিদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ড. নীলিমা ইব্রাহিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *