can't preview the image.

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। আগামী ৩০ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গতকাল জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিতা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
সকাল সাড়ে নয়টা কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফের সভাপতিত্বে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। সুজিত নন্দী, উপস্থিত অভিভাবকদের আহবান জানিয়ে বলেছেন, আপনার সন্তানকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস গল্পের মতো করে বলবেন। তাতে শিশুরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ে উঠবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন। এসময়ে কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১টি বিষয়ে ৪ বিভাগ দুই সহ¯্রাধিক প্রতিযোগী অংশ নেন।এবং সনামধন্য বিচারকমন্ডলী বিচারকার্য সম্পাদন করেন।
সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ বিজয়ীদের নাম ঘোষণা করেন। আগামী ৩০ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব সারাদেশের শুরু হয়েছে গত ১৭ই মার্চ থেকে। গতকাল তেজগাঁও কলেজে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।